স্বপ্নে যখন ধপাস করে পড়ে যাই
একদম পড়ে যাওযার ব্যথা অনুভব করি,
অথচ শারীরিক কোন আঘাত নেই।
স্বপ্নে যেহেতু শরীর থাকে না,
মূলত আঘাত কিংবা সুখানুভূতি সব মস্তিষ্কের আওতাধীন। আমরা জানি।
এসবের মাঝে 'আমি' বন্দি।
সব অনুভূতিকে বাদ দিলে 'আমি' কে সেটাই প্রশ্ন।
স্বপ্নে যখন চুমু খাই।
মনে হয়, আহা! এইতো সে!
আমার জন্ম এই স্বপ্নেই।
আমার অন্যকোন জায়গা নেই।
এই ঘটনাটিই আমার স্বপ্নজীবনের একমাত্র ঘটনা, মূলত স্বপ্নে স্বপ্ন দেখছি এই ব্যাপারটা এক শতাংশ স্বপ্নেও খেয়াল আসেনা।
সেখানে ভাবিও না কিভাবে এ স্বপ্নে এলাম কিংবা এ স্বপ্ন ভাঙলে কোথায় যাব?
যেন একটি মাত্র প্লটে কিছু অনুভূতি নিয়ে আমিটাই ঐ স্বপ্নে 'আমি' জীবিত কিংবা সক্রিয় কিছু একটা।
এটি কোন কালের ঘটনা?
ঐ স্বপ্নটার মৃত্যু মানেই - ঐ স্বপ্নে আমার মৃত্যু?