কিছু কথা থেকে যায়-কিছু নদী শুকায়, সাথে কিছু মনও!
কিছু রসের আসায় তারা শুকিয়ে যায়,
জনভরপুর জনপদের ভিড়েও!
তাকে না দেখে-দেখে,
বিড়ালের চোখের মত এমন চেয়ে রয়, কিসের পানে যেন!
ঘুঘুর বুকের মত মনটা হুহু করে, কাকের মত উড়ে যায় অজানায়!
হৃদয় ভেঙ্গে হয়ে যায় চৌঁচির, কাঠঠোকড়ার 'চোঁচের মত মনের' আঘাতে যেন!
কভুবা, কোয়েল ডাকা নিশ্চুপ বাড়ির মত মনে হয়-
এযেন কোওওন এক অবসাদ।
লাল কাঁকড়ার মত পিলপিল পায়ে হেঁটে যায় যেন এমন, কিসের প্রদীপ্তিতে?
ক্ষণেই যেন, পাজরভাঙ্গা একাকীত্বের গর্জনে জর্জরিত হয় আবার,
গন্তব্যই যানা নেই যে তার! হাটবে কোথায়?
কেন এই মন-খারাপের সময়টা আসে? জানা নেই!
আবার কেনইবা ব্যস্ত হয়ে যায়, পৃথিবীর মেকীসব কার্যসিদ্ধির-ধারায়,
তাও জানা নেই!
==========
১৩/০৯/২০১৭
রাত ৯:১৫
২৯৮/এ, ৬সি, অপেক্ষা
টালিঅফিস রোড, ধানমন্ডি ১৫