পশ্চিম মুখ হয়ে দারিয়ে থাক,
না হলে তোমার কিন্তু গর্দান নেব।
কথা বলবে না তুমি একটুও,
না হলে কিন্তু তোমায় ফিনিশ করে দেব।
আমি রাজার জামাই রাজার রাজা,
কথা না শুনলে বাছা দেব সাঁজা।
আমার সামনে এস আদব শিখে,
না হলে মারব বাছা চড় কষিয়ে।
শুদ্ধ নিজেকে কর গোলাপজলে,
পারলে গঙ্গাজল ঢাল দুগালে।
পা থেকে মাথাপর আতর মেখে,
জলদি এস এই এক মিনিটে।
আমার সামনে এসে দারিয়ে থাক,
জিভের কারিগরি তোমার বন্ধ কর।
এখানে যতই তুমি চালাক সাজো,
সন্ধি ফন্দি তোমার সব অকেজো।
কথা নেই মুখে কেনো তোমার বাছা?,
কাজটি করেছ তুমি ভীষণ কাঁচা।
চোর পালানোর পরে মালুম হল,
এখন তোমার কেন চোখ ছলছল?
এখন কেঁদে তোমার লাভ কি হবে,
শাসন-বারন হলো শুরু তো সবে।
লেজটি তোমার বল কাঁটছ কবে?
============
??-০৬-২০১২
স্টেপ
কবিতাটি অনেক আগে লিখা :) ...
কিছুটা হেয়ালী করেই লিখা :)