কিছু কথা থেকে যাক, কিছু সম্পর্কের জালে,
কিছু অভ্যাস গড়ে উঠুক, কিছু অপর প্রেমের ভাঁজে।
কোনো এক অচেনা গাছের তলে, টাইলসের বেঞ্চিতে-
রয়ে যাক আজও কিছু কাঁচা স্মৃতি, সিন্দুকের কোটরে!
থরে থরে পরে যাক অতল গহব্বরে, যেন অচেনা।
কেন যেন হায় সম্পর্কগুলো বদলায়, নাম ঠিক রেখে!
কেন এখন হায় স্মৃতিগুলো হাঁপিয়ে ওঠে!
কিছু কিঞ্চিৎ- যখন মনে হয়,
আমার তরে বন্ধু আর নেই যে কভুবা!
আছেই বা হয়তো, সেটা মেকি!
নয়তোবা সেটাই এক প্রকৃত বন্ধুত্বের সংজ্ঞা-
যে কিনা আমার তরে নিজের অস্তিত্বের
জানান দেয় না আমার সামনে কভুবা।
__________


২২/১২/২০১৯
গ-১৫৮, হাজারি বাড়ী
মহাখালী, ঢাকা ১২১২