এক পাগলের উপকথা
                        নবান চন্দ্র রায়



লোকে  তাঁর-এ  পাগল বলে,
                 তাহার ব্যবহারে -
চায় বোঝাতে সত্য কথা,
                সে- তো  বারে- বারে-!
জীবন নিয়ে বেস্ত সবাই,
                কে শুনবে কথা-
শোনার মানুষ চলে গেছে ,
               পাগলটা আজ একা !
কোন বেদনায় পাগল সে ,
              বোঝার মানুষ নাই-
পাগল বলে এড়িয়ে চলে,
                 তাহার বন্ধু ভাই !
সমাজে যত ভদ্র মানুষ,
                 ভদ্র আচরণ করে-
তাদের কারণে কত পাগল,
                কেঁদে - কেঁদে মরে !
শান্ত শিষ্ট সরল কিশোর ,
                 সরল স্বপ্ন দেখে-
মহান ভদ্র সমাজের কাছেই,
                   পাগলামিটা শেখে !
মিথ্যে আশায় পাগল করে,
                সমাজের পানে চায়-
পাগলটা আর কী করবে,
                   সে-তো নিরুপায় !
কোন-সে বেথা নিয়ে বুকে,
                পাগল হয়ে ঘোরে-
বেথাটা তার রক্তে মেশা,
                 বোঝাবে কী করে !
উদার মনে কেউ কখনো,
                জানতে তারে চায়-
মনের  কথা না শুনিয়া,
                 উপদেশ দিয়া যায় !
পাগল ভাবে যে কথাটা,
                বোঝাবে কার কাছে-
হৃদয়হীনে  সমাজ চলে,
                নিয়মটা বদলে গেছে !
মাথাটা তার গেছে ভোগে,
                 ভেবো না তার কথা-
জীবন সাজাও দেমাক দিয়ে,
                 নইলে পাবে ব্যথা !!!