বর্তমানে কমেছে আয়ু
মানুষ,  করছেনা সেঞ্চুরি,
শতকের গন্ডি পার করেছে
আগেকার বুড়াবুড়ি।

ভাবতে বড় অবাক লাগে
মানুষ, পার করেনা ষাট,
কেউ ঝুলছে শেষ বিছানায়
কেউ যায় স্মশান ঘাট।

পয়তাল্লিশ আর পঞ্চাশেই
অনেক জনাই মরে,
বাপ্ থাকিতেও অনেক ছেলের
শ্রাদ্ধ পিন্ড করে।

ইদানিং কত মরলো মানুষ
দেখলাম হিসেব করে ,
ষাট এর নিচে বেশি ছিল
একজন পচাত্তরে।

তিন চারটে পাড়া মিলে
কোনো বুড়া নাই,
পঞ্চাশ পার যার হয়েছে
তাঁদের বুড়া কই।

দু এক জন আছে বেঁচে
থুরথুরে বুড়াবুড়ি,
হয়তো তারাই করতে পারে
হান্ড্রেড সেঞ্চুরি।

আমি এখন পয়ত্রিশ এ
আর বাঁচবো কতদিন,
ভাবতে গিয়ে যায় হারিয়ে
চোখের পাতার নিন।।
  *****-----*****
Date-
২৭/০৫/২০২৫