বৃষ্টির প্রিয়তমা
নবান চন্দ্র রায়


বৃষ্টি পড়ছে প্রবল বেগে,                    
    আমি ঘরে বসে একা-
যাওয়ার ছিল প্রিয়ার কাছে ,    
                 হলোনা বুঝি দেখা ;
ভাবছি বৃষ্টি থামলে এখন-ই,                     বেরিয়ে পড়বো পথে -
নদী পেরিয়ে পৌঁছে যাবো ,  
                  আমার প্রিয়ার কাছে ;
যত কথা ছিল মনের মধ্যে ,                        প্রাণ  খুলিয়া বলবো -
হাতে-হাতটি রেখে মোরা ,                        মনের সুখে চলবো ;


কত মজা কত হাসি,                    
তার মুখে ঝরবে -
বাঁধন ছাড়া পাখির মতো ,
                    পাখা মেলে উড়বে ;
স্বাদ ছিল মনের মাঝে ,                  
বৃষ্টি থামলে, পূরণ হতো -
বৃষ্টির গতি গেলো বেড়ে,                  
   ভাবছি পাগলের মতো ;
সারাদিন ধরে বৃষ্টি পড়ছে ,                    
থাম-বার নাম নেই ,
আশায়-আশায় দিন-টি গেলো ,                      যাওয়ার উপায় নাই !!!