বিষাক্ত ভাবনা
নবান চন্দ্র রায়


আমার মনের একটি কোনে,
                     ভাবনা ছিল তার -
একবার নয় দুইবার নয়,
                    ভেবেছি বার-বার ;
ভাবতে গিয়ে না-জানি কবে ,
                   জীবনে গেলো মিশে -
ভীষণ আকার নিলো ভাবনা ,
                   আমায় ডোবালো বিষে ;
তবু-ও ভাবি তার ভাবনা ,
                   ভাবাই যেন পেশা -
ভাবতে গিয়ে বেহুশ হলাম ,
                  এমনি ভবনের নেশা ;
কোনো লাভ নাই ভাবনায় ,
                  তবু-ও ভাবতে হয় -
ভাবনার ভাবে ডুবে গেছি আজ ,
                 বুঝি ! ভাবনার-ই হলো জয় ;
তার ভাবনায় এত-যে বিষ ,
                 এখন গেছে জানা -
ভাবতে গিয়ে নষ্ট হলো ,
                মধুর জীবন খানা ;
এমন ভাবনা ভেবোনা বন্ধু ,
               জীবনের দিকে দেখো -
ভাবতে গিয়ে জ্বলেছি আমি ,
                এ-কথা মনে রেখো  !!!