বৃষ্টি
নবান চন্দ্র রায়


বৃষ্টি পরে ঝম-ঝমিয়ে,
                       মন ভাবে কিছু লেখি-
লিখতে গিয়ে পাইনা ভাষা,
                       শুধুই চেয়ে থাকি ;
অনেক আসায় মাটিতে নামে,
                       বৃষ্টির কনা গুলো-
গড়িয়ে চলে পথের পরে,
                       ভিজিয়ে দিয়ে ধুলো ;
ধান ক্ষেতের উপর দিয়ে,
                       বৃষ্টির কণা ঝরে-
নদীতে মাছ খুশিতে পাগল ,
                      কত আনন্দ করে ;
গাছ-গুলো সব পাতা নারে ,
                     বৃষ্টি-কে ভালোবেসে -
ঘাস-গুলো সব মাথা নাড়ে,
                     খুশির হাসি হেসে ;
চাতক আকাশে ছিল অপেক্ষায়,
                    তার তেষ্টা মিটে গেলো-
অন্যরা সব ফিরতে বাসায়,
                     কতই কষ্ট পেলো ;
পিঁপড়ের দল ডিম্ নিয়ে সব,
                      করছিলো উকু-পুকু-
বৃষ্টি এসে ভাসিয়ে দিলো,
                     মেরে ফেললো কিছু ;
বৃষ্টি-কে তবু পৃথিবীর সব,
                      প্রাণী-রা ভালোবাসে-
বৃষ্টি-ও তাই পৃথিবীর বুকে,
                       বার-বার  ফিরে  আসে !!!
                                                     ১২/০৭/২০১৩