ধরার বুকে...এ - এক ভয়ানক
               দুর্ভিক্ষ এসেছে,
যার কবলে পড়ে... মানুষ মনুষত্ব
            হারাতে বসেছে।

এ... দুর্ভিক্ষ সুকান্তের দুর্ভিক্ষ নয়,
         মানুষ খেতে পায় ভালো,
মানুষের...বহিরঙ্গ খুবই ঝলমলে
             শুধু অন্তরঙ্গ কালো।

মানুষের নাই বিশ্বাস...নাই ভরসা
           এঁকে অন্যের প্রতি,
  বিশ্বাসে বিষ... ঢেলেছে মানুষ,
       এ এক অন্য জাতি।

বারোটা বেজেছে...সহানুভূতির
          ভয়ংকর পরিস্থিতি,
নিজে বাচিলে.... বাপের নাম
          এসেছে নতুন রীতি।

মানবিকতা...  অনেক দূরে
      খুঁজে পাওয়া দায়,
এ এক... কঠিন সংকট এলো
       সুন্দর বসুধায়।

দেশ ও দশের... কর্ণধার আজি
       সমাজ গড়ে যারা,
বাস্তবে বুঝি... দানব আত্মা
       মানব রূপে তারা।

শিকিয়ায় তলা... বিচার ব্যবস্থা
          প্রশাসনে বসে অন্ধ,
ন্যায় নীতির...  নেই পরোয়া তাই
         হিন্দু মুসলিম দ্বন্দ্ব।

সার্বিক ভাবে... হিসেব করে দেখি
         দুর্ভিক্ষের প্রতিচ্ছবি,
সাধারণ মাথায়... লিখি আমি
        নই লেখক নই কবি।।
     ********************