জীবন মানে বোঝাপোরা --
ষাট বছরের পারি ;
জীবন মানে সংগ্রাম  করে--
এগিয়ে চলার গাড়ি।
জীবন হলো মিথ‍্যে আশা--
অনেক স্বপ্নের ঘর;
জীবন হলো পরকে আপন--
আপনকে করা পর।
জীবন দেখায় এই পৃথিবীর --
কঠিন বাস্তবতা ;
জীবন শেখায় এই জীবনের--
মৌলিক মানবতা।
জীবন বোঝে জীবন পথের--
সকল ভালোমন্দ ;
জীবন খোজে মানবযন্ত্রে--
হৃদয়ের-ই গন্ধ।
জীবন চলে বিবেক নিয়ে - -
আবেক রেখে দুরে;
জীবন বলে মিথ‍্যে কথা--
সত‍্য বাচক সুরে।
তবু, ষাট বছরের এই জীবনে--
    কত ই কিছু পাবে;
তুমি চলে যাওয়ার পরেও --
তোমার জীবন কথা কবে।।