কচুরী ফুল


          নবান চন্দ্র রায়



আমি যে এক কচুরী ফুল


       ভাসি ডোবার জলে..,


কেউ কোনো দিন ভালোবেসে


      নেয়না  আমায় তুলে।


শাপলা,  শালুক, পদ্ম তারাও


      ফোটে  জলের ওপরে ...,


মানুষ তাদের পূজার কাজে


        তোলে আদর করে।


শিমুল ফুলে হয় না পূজা


      সর্ব লোকে জানে...,


ভ্রমর তবু ছোটে চলে


       মধুর - ও সন্ধানে।


শেফালী, জুই, মালতি তারা


        এতোই  ভাগ‍্যবান....,


মালা করে গলে পরায়ে


       খুশি হয় ভগবান।


টগর, ধুতুরা আর করবী


      সোভা নাই যার গায়ে...,


তাতেই তুষ্ট হয় মহাদেব


        দিলে দুটো  পায়ে।


সব ফুলেতে কমবেশি গুন


       দিয়েছে বিধাতায়....,


জানিনা কেন আমার সৃষ্টি


         হয়েছে ধরায়।


আমি শুধু ব‍্যতিক্রমি


      এই ধরনীর বুকে...,


চায় না কেউ আপন করে


        দেখে না, দু-চোখে।


বর্ষাকালে জন্ম আমার


       গ্রীষ্মে মরে যাই...,


অল্প জীবন দিয়েছে মোরে


        দুঃখ তাতে নাই।


ঈশ্বর, তার সেবাতে যদি আমায়


           সুযোগ করে দিতো.....,


এই পৃথিবীতে জন্ম আমার


         সার্থক হয়ে যেতো।।