পাগল মন  ও হিংসুটে চোখ
নবান চন্দ্র রায়


মনের কোঠরে জমা ছিল কিছু সম্পদ -
                   হঠাৎ, তা হিংসুটে চোখ দেখে নিলো-
                      এবং তার , হিংসুটে মনোভাব নিয়ে -
নিজের  ভান্ডারের হতে-
জলরাশির,   স্বয়ম্বর-সভা সাজিয়ে দিলো,
কিন্তু                 মন তো ছিল পাগল ,
         সে কিছুই বুঝতে পারেনি-
সে তার অফুরন্ত সম্পদ কোথায় রাখবে
                          তাই নিয়ে বেস্ত ,
হিংসুটে চোখ ভাবলো -
                 খুব গৌরব করছে অহংকারী মন ,
                   তার জমানো সম্পদ নিয়ে-
তাই সে,  তার সমস্ত জলধারা উজাড় করে দিতে প্রস্তুত -
            এমন সময়,        মন দেখলো -
কী বেপার -?
         চোখ বেচারা ,  এভাবে তার জলরাশির অপব্যয় করছে কেন ?
                        চোখ , মুচকি হেসে ভাবছে -
  অপব্যয় !         এর তুই আর কী দেখলি?
                                     দেখবি তো এবার -!!!