প্রেম
নবান চন্দ্র রায়
প্রেম সে-তো কল্পনার বিষয় ,
                          ছলনার এক নাম -
প্রেম সে-তো ধোনির প্রেম ,
                        দরিদ্রের বদনাম ;
ভুল করে তবু গরিবেরা ,
                        পরে যায় প্রেমে -
ভয়ঙ্করী রূপ-টি  দেখে,
                       মাঝ পথে যায় থেমে;
তাই বলি-হে গরিব বন্ধু ,
                         দিও-না পা, এই ফাঁদে -
সারা জীবন বইবে জ্বালা,
                      আঘাত পাবে প্রতি-পদে ;
প্রেম-ই তবু বিশ্ব চালায় ,
                       চলে প্রেমের-ই কারবার -
প্রেম ছাড়া এই পৃথিবীতে,
                         নাই তো কিছু আর !!!