প্রশ্ন
নবান চন্দ্র রায়


ভালোবাসার প্রশ্ন গুলো -
             বাসা বেঁধে গেছে
ভালোবাসা কারে বলে -
             অনেক প্রশ্ন আছে?
প্রশ্নগুলো মনের মাঝে -
              ঘূর্ণি-পাক খায়,
রহস্য-ময় ভালোবাসা -
              বোঝা বড়ো দায় !
  কেমনে ভালোবাসলে হেথায় -
               ভালোবাসা মেলে,
ছোট্ট বাচ্চার মতো কী, কেউ -
                ভালোবাসা খেলে?
বামুনের চাঁদ ধরতে যাওয়া -
               মোটেই উচিত নয়,
চাঁদের আলো  ছুঁয়ে গেলে -
                দোষ বামুনের হয়?
  চাঁদ আকাশে আলো দিলে -
                 সবাই ভালোবাসে,
  কেন বেচারার মুখ পোড়ালো -
                কুড়ে ঘরে এসে?
চোখের জল-তো শুকিয়ে-গেলো
                 মন ছাড়েনি আশা,
কী করিলে পাওয়া যাবে -
                   সত্য ভালোবাসা?
ক্ষয় করেছি সাত-টি বছর -
                 নিজের জীবন থেকে,
  ভালোবাসা কী, নয় হৃদয়ে -
                 মাপে টাকায় তাকে?
  ভালোবাসা জাত-মানেনা -
                  বলে গানের ভাষায়,
  কত দামে হয় মন বিক্রি -
               বলবে কী, কেউ আমায়?
ভালোবাসার সৃষ্টি যদি -
                    মন দিয়ে হয়,
কী-ভাবে তা অন্য কারো -
                    হাতে দেওয়া যায়?
টাকা ছাড়া দেশ চলে-না -
                   এই পৃথিবী জানে,
  ভালোবাসা-ও কী, বেচা-যায়-
                  পেটের ক্ষুধার টানে?
  উত্তর শুধু খুঁজে বেড়াই -
                   বলি কাহার কাছে,
  প্রশ্ন -গুলো রেখে গেলাম -
                   এই কবিতার মাঝ !!!


                                                   ০২/০২/২০১৮