সাম্যবাদের মহামন্ত্র
শুনছেনা আজ কেউ,
কবিগুরু নজরুল রবি
কত এনেছে ঢেউ।

সম্প্রদায় কে বড়ো ভেবে
ধর্ম ভুলে যাই,
সব ধর্মের একই বাণী
হিংসা কোথাও নাই।

প্রাণবায়ুর উৎস ধরায়
খোলা প্রকৃতির হাওয়া,
রোগ নিরাময় হয় সকলের
একই ঔষধ দাওয়া।

তবুও লড়ি ভাইয়ে ভাইয়ে
রক্ত করি পান,
কে শুনবে শান্তির বাণী
সাম্যর জয়গান।

দেশ বিদেশে জ্বলছে আগুন
এই লড়াই এর ফলে,
ভুল শিক্ষা দেশলাই কাঠি
ভন্ড গুরু মুলে।

ধর্মগ্রন্থের শিক্ষা যদি
সঠিক দেওয়া যায়,
সুন্দর হবে এই পৃথিবী
হবে শান্তিময়।

সাম্যবাদের মহামন্ত্র চলো
ছড়িয়ে সবে দেবো,
হিংসা পরিত্যাগ করে
সাম্যর গীত গাবো।

Date- ০৫/০১/২০২৫
-----&&&-----