জীবন যাত্রার টিকিট খানা
জন্মেই সাথে হলো বুক,
চলছে গাড়ি গন্থব্য স্থলে
কোথাও দুঃখ কোথাও সুখ।
বাতিল করার সুযোগ নাহি
এমন টিকিট করেছে জারি,
কেউ চলেছে এসি রুমে,
কারুর আবার ভাঙা গাড়ি।
কার গাড়ি যে দাঁড়াবে কোথায়
কেউ জানেনা আজব তাই,
শেষ স্টেশনে দাঁড়িয়ে আছে
আপন আপন মালিক সাঁই।
**********************