ভাগ্যের ফল
                          নবান চন্দ্র রায়


যেদিন  আমি হারিয়ে যাবো, বুঝবে সেদিন বুঝবে-
আকাশ ভরা তারার মাঝে আমায় তুমি খুঁজবে,
উপর থেকে দেখবো তোমায়, তোমার হাসিতে হাসবো-
তোমার কোনো কষ্ট হলে বিভোর হয়ে কাঁদবো,
সবাই আমায় ভুলে যাবে মনে রাখবে তুমি-
তোমার আত্মায় জুড়ে আছি হতো-ভাগা আমি,
লোক দেখানো হাসবে সেদিন খুশির অভিনয় করবে-
আমায় মনে পরবে যেদিন লুকিয়ে লুকিয়ে কাঁদবে,
চাইবো আমি মুছে দিতে তোমার চোখের জল-
হাত-পা বাঁধা থাকবে আমার এটাই ভাগ্যের ফল !!
28/01/18