১৯৭১ সালের ভয়াল ২৫, মার্চ
আমি দেখিনি তবে শুনেছি,
পাক-বাহিনীর মেশিনগানের শব্দ
আমি ইতিহাসে অনেক পড়েছি।
স্বাধীনতার ডাক দিয়েছিলেন
শেখ মুজিবুর রহমান,
তার ডাকে সারা দিয়েছিলো
বাংলাদেশের জনগন।
২৫, মার্চ সেই কালো রাত্রিতে
ঝাপিয়ে পরেছিলো বাঙ্গালী,
হাতে বাঁশের কঞ্চি ছিলো
ছিলোনা বন্দুক আর গুলি।
তবুও বাংলার মানুষ পরোয়া করেনি
ভয়ও পায়নি মরনের,
বুকের মধ্যে ছিলো ক্ষোভের জ্বালা
মুক্ত করতে হবে শত্রু, এই দেশের।


ওরা! হায়েনার দল,ওরা হিংস্র বন্য পশু,
ওরা করেছে কত অত্যাচার,
ওরা ঝাপিয়ে পড়েছিল ২৫ মার্চের কালো রাতে
গুলি চালাতে বাঙালির উপর।


ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে
নয় মাস যুদ্ধের পরে,
ছিনিয়ে এনেছি লাল-সবুজের পতাকা
এনেছি এই ঘরে।
মা-বোনদের ইজ্জতের বিনিময়ে
পেয়েছি এই স্বাধীনতা,
রক্তের বিনিময়ে এদেশ আমার
রাজাকার বিদায় হ।


২৩/০৩/২০
আমতলী, বরগুনা।