====================
আমি যখন তোমার চিন্তায় আত্মভোলা
তুমি তখন 'ব্যস্ত' থাকো সারাবেলা,
নির্ঘুম রাত কাটানো হয়তো আমার স্বভাব
তুমি করো আমায় কত অবহেলা।
আবেগ আমার মূল্যহীন তোমারই কাছে
তুমি হলে বিবেকে ভরা,
সব গেলো ধুলোয় মিশে তোমারই হাতে
যৌবন মোর হয়ে আছে খরা।
তুমি বললে ন্যাকামিটা করো এখন শেষ
নিরবতায় বিষন্ন করে তোলে,
তোমার অবহেলাগুলা অভিমান বাড়ায়
মন তবুও তোমায় নাহি ভোলে।।
রাগ করার 'অধিকার' দিয়েছিলে মোরে
তবু আমি করিনি তো রাগ,
চাইলে তোমায় মুক্তি দিতে সদা প্রস্তুত
তবে তুমি বলে দিও "ভাগ"।
রাগ তো এখন অনেক দূরে অভিমানও নয়
তারপরও সময় মিলে না,
চেয়ে থাকি তোমার পানে চাতকিনীর মত
কখন তুমি বলবে আমায় সোনা।
একটু খানি হাসি মাখা কথা শুনতে চাই
একথাটা ছিলো তোমার জানা,
সারাদিনে একবার হলেও খোঁজ নিতে ফোনে
সময় এখন হয়ে ওঠে না।
তোমার কথায় হাসি আমি,কাঁদি তোমার ছলে
হৃদয় শুধু তোমার কথাই বলে,
তোমার কথায় আশা পাই, নাইলে হতাশা হই
হৃদস্পন্দন তোমার জন্যই চলে।
=======================
০৫/০৪/২০
আমতলী, বরগুনা।