=================


ছিলো না কোন মোবাইল-ফোন
ছিলো না কোন চিঠি,
লিখতে জানতো না কেউ তবুও
প্রেম ছিল যে খাঁটি।
চোখের দেখায় ভালো লেগেছে
কথা ছিলো কম,
সামনে আসলে লাজুকের ছোঁয়া
বেড়িয়ে যেতো দম।


দেখবে বলে তাই এতোই বাহানা
বসে নদীর ঘাটে,
আসবে সখী জল ভরিতে
কলসি নিয়ে বাটে।
হাঁটার ছলে দুজন, বলতো কথা
অচেনা এক লোক,
আবেগের নদীতে জোয়ার এসে
ভরে যেতো বুক।


লাজুক লাজুক চোখে তাকিয়ে
লুকিয়ে লুকিয়ে দেখে,
হাত ধরা তো দূরে থাক তাদের
ছুটবে কখন রেখে।
জানতো না কেউ প্রেমের খবর
বুঝতো না কেউ ভাষা,
চোখের ভাষায় সব বলে দিতো
বুকে নিয়ে আশা।


হারাবে না কোনদিন ভালোবাসা
জীবনের চেয়ে দামী,
ভালোবাসার কাছে জীবন হারাতো
হয়ে যেতো নামীদামী।
চোখের জলে লিখতো দুজনে
ভালোবাসার পরিমান,
জীবন সঙ্গী হতে না পারলে
মৃত্যুই হবে পরিনাম।


================
আমতলী,  বরগুনা
১৩/০৫/২০