❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


এই তুমি কি ঘুমাইতেছো? না ঘুমাবে না,
চলো না একটু বাহিরে যাই;
একটু পুকুর পাড়ে বসি, দুজনে পাশাপাশি,
গল্পের মাঝে দুজন হারাতে চাই;
আহ! দেখো, কি সুন্দর চাঁদ আকাশে,
চারিদিকে ছড়িয়ে আছে আলোক রশ্মি;
জোনাকিরাও মিটমিট করে জ্বলছে
ওই দূর জঙ্গলের পাশে।


একটু চলো, ওঠো বলছি, ওঠো দেখো!
দেখো মেঘেরা খেলা করছে দূর আকাশে,
ঝিঁঝি পোকা গুলো নির্ঘুম কাটিয়ে,
ঝিরঝির শব্দগুলো ছড়িয়ে দিতেছে বাতাসে।
পুকুরের জলের দিকে তাকাও একবার,
দেখো চাঁদের আলোতে ঝলমল করছে;
হালকা বাতাসে জলের উপর কি সুন্দর,
মালার মত ঢেউগুলো যেন খেলছে।


একটা জোনাকি পোকা ধরে, বাতাসে বসে
দুজনে লুকোচুরি খেলবো,
তুমি আমার হাতে গুঁজবে, আর আমি
তোমার হাতে গুঁজে দিবো।
অসাধারণ এক অনুভূতির ছোঁয়ায়
আমরা হারিয়ে যাবো দূর অজানায়।
দক্ষিণা বাতাসে গা ভাসিয়ে আমরা দোলবো
হাতে হাত রেখে পায়ে সাথে পা;
আমি তোমার মাঝে একবার হারাতে চাই,
ভাসিয়ে দিয়ে পুরো গাঁ।
ওঠো চোখ খোলো, চলো না বাহিরে যাই।


আজ আমরা সারারাত গল্প করবো,
আকাশে চেয়ে চেয়ে মেঘেদের খেলা দেখবো;
চাঁদ যতক্ষণ আলো দিবে, তুমি ততক্ষণে
আমাকে গল্প শোনাবে, আমি তোমার কাঁধে মাথা রেখে গল্প শুনবো, আর ঢেউগুলো গুনবো।
আজ আমি তোমার ভালোবাসায় হারাতে চাই,
একটু ওঠো না, ওঠো বলছি ওঠো, চলো;
কি? তুমি ঘুমাবে? তোমার ঘুম পেয়েছে!
আচ্ছা! তুমি ঘুমাও আমি জেগে থাকি।


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমতলী,  বরগুনা।
২৭/০৫/২০