===============


জন্মের আগে ছিলাম আমি
আমার মায়ের গর্ভে,
তার আগে ছিলাম আমি
বাবার রক্ত বীর্যে।
তার আগে ছিলাম কোথায়?
ভেবে নাহি পাই।
আমি ভেবে দেখলাম ভাই
আমার বলতে আমার কিছু নাই।


মৃত্যুর পরে আবার আমায়
রাখবে মাটির গর্ভে,
পোকামাকড় খাইবে দেহ
মিশবো মাটির সঙ্গে।
কোথায় যাবো থাকবো কোথায়?
ভেবে নাহি পাই,
আমি ভেবে দেখলাম ভাই
আমার বলতে আমার কিছু নাই।


কোন কিছু আমার নিজের নাই
সব হলো অন্যের,
হস্তি, মজ্জা, দেহ আর আত্মা
আমি কোন বর্ণের?
কিছুই আমি বানাতে পারলাম না
কোথায় নিবো ঠাঁই,
আমি ভেবে দেখলাম ভাই
আমার বলতে আমার কিছু নাই।


এখন পরের জিনিস নিয়ে আমি
করছি বাহাদুরি,
কখন জানি থেমে যাবে মোর
হৃদপিণ্ডের ঘড়ি।
হলাম না আমার ঘড়ির মেকার
হাতে নিয়ন্ত্রণ নাই,
আমি ভেবে দেখলাম ভাই
আমার বলতে আমার কিছু নাই।


=================
০৯/০৫/২০
আমতলী, বরগুনা।