=================
আমি কে? কি আমার পরিচয়?
কোথায় ছিলাম আগে ?
জন্মের আগে ছিলাম জানি
মায়ের অন্তঃগর্ভে ।
তার আগে ছিলাম বাবার
শুক্রাণুর এক রঙে,
বাবা যখন ছিলো না যুবক তখন
ছিলাম আমি কোন ভংঙে?


আমাকে আমি খুঁজে বেড়াই
দেহের অন্তরঙ্গে,
কোথায় ছিলাম কিভাবে ছিলাম?
ছিলাম আমি কোন রঙে?
শুক্রাণুতে ছিলাম আমি
ডিম্বাণুতে এসে,
গর্ভধারণ করলো মায়ে
ধরনীতে অবশেষে।


কোথায় ছিলাম কোথায় যাবো?
কোথায় আমার ঠিকানা?
আমার পরিচয় খুঁজতে গিয়েও
হলোনা আমার জানা।
আমি মরার পরে দিলে মাটি
মিশবো মাটির রঙে,
জন্মের আগের মিশে ছিলাম তবে
কোন মাটির সঙ্গে?


আমার দেহের কোন অংশই তো
আমার বানানো নয়,
সৃষ্টিকর্তা বানালো আমায়
তাহার কৃপায়।
আমাকে নিয়ে কেন আমার
এতো অহংকার?
আমি তো কিছুই বানাইলাম না
এই দেহের পিঞ্জর।
=================
২/০৫/২০
আমতলী, বরগুনা।