/*আমার কুড়ি মাসের বাচ্চা (আরাফাত) এর কথা বলার বিষয়গুলো কবিতায় প্রকাশ। সবাই দোয়া করবেন। */


মধুর করে আব্বা ডাকে
মাঝে মাঝে বাবা,
কিছু পেলেই নিয়ে এসে
এক্কা তুমি কাবা?
বাদামকে সে কয় বাননা
খুটে দেয়াকে কুইত্তা,
জুতা এনে হাতে দিয়ে
বলে এতা জুত্তা।
পছন্দ যা কোলে নিয়েই
বলে এটা আমান,
কলা দেখলেই বলে কালা
পানকে বলে মান।
কাঁঠাল দেখলে বলে কাতাল
আমকে বলে আম,
উঠতে নামতে একই কথা
বলে শুধুই না-ম।
পানি দেখলেই মাম মাম
নারিকেল দেখলে ডাব,
পেয়ারাকে সে গুইয়া বলে
গাবকে বলে কাব।
লাইটকে বলে ডাইট ডাইট
পাখাকে কয় পাকা,
সাদা কাগজ নিয়ে এসে
বলতে থাকে টাকা।
খাওয়াকে সে কা কা বলে
সাওদাকে কয় তাদা,
দাদা দাদি সবাইকে চিনে
দাদাকে ডাকে তাতা।
নাম জিগাইলে কয় আরাপ্পা
জান্নাতিকে জান্না,
ফারজানাকে ডাকে ফাজ্জা
নানাকে ডাকে নান্না।
সারাটা দিন তার পায়চারি
একটু বিরাম নাই,
যাইতে দেখলেই ছোটে পিছে
টাটা টাটা যাই।
কান্নাকাটি নাই মোটে তার
কৌতুহলেই থাকে,
এটা ধরবে আর ওটা খুলবে
ব্যাথায় ডাকে মাকে।
ভুম ভুম করে লাঠি চালায়
টিট টিট করে মুখে,
শুইতে দেখলেই লাফ দিয়ে
উঠে পরে বুকে।
ঘরের জিনিস বাইরে ফেলে
বলে মুখে পাক্কা,
একটা সে বলতে পারে না
বলে কেবল এক্কা।
ভয় পায় না কোন কিছুই
ভাও বললেই থামে,
বামে বললে ডানে যায় আর
ডানে বললে বামে।
সে ঘরের এক বিনোদন
ফোকলা দাঁতে হাসে,
তারে ছাড়া ঘরটি নিরব
আনন্দ সবই মিছে।
২৪/৭/২৩