ভালো যদি বাসিতে আমায়
আকাশ থাকিতো নীল,
মেঘ নাহি করিতো গগনে
থাকিতো কত মিল।
সাগরে নাহি আসিতো তুফান
ঝড় না থাকিতো বনে,
ভালোবাসার ঘর ভেঙে না পরিতো
খাইতো না কোন ঘুনে।


সবুজে শ্যামলে ভরে যাইতো
তখন ধরনীর বুকে বুকে,
দুজনে মিলে থাকিতাম মোরা
থাকিতাম কত সুখে!


তখন!
তোমাকে আমি এনে দিতাম
আকাশের ঐ চন্দ্র,
তুমি আমায় ভালোবাসবে কি?
ওগো মোর ইন্দ্র।
ভালোবাসিলে এনে দিতাম হায়
সূর্যের ঐ লাল দীপ্ত,
জানি আমি জ্বলে যাইতাম, তবুও
না হইতাম কোন ক্ষিপ্ত।


ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসিতে চাই তোমায়,
ভালোবাসা দিয়ে ধন্য কর
ওহে! ছিন্ন করোনা আমায়।
১২/০৩/২০২০