বাবার পেশা নিয়ে নেই কোন দ্বিধা, সংশয়
আমি বাবার সন্তান আমার আছে অভিপ্রায়।
বাবার পেশায় মেশা, সে পেশায় জুটেছে আহার,
আমি হই না দিশা আমি বাবার দেয়া উপহার।
বাবার পেশা ছিল না হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার
তবুও বাবা দিয়েছেন তুলে সবার মুখে আহার।
শত পরিশ্রম করে রোদে পুড়ে আগলে পরিবার,
স্বপ্ন বুনেছে মনে মনে, কখনো মেনে নেয়নি হার।
মাথার ঘাম পায়ে ফেলে বাবা করেন উপার্জন,
কষ্টে পরেও বাবা কখনো করতে চায়নি বর্জন।
বাবার পেশা হোক সে ছোট সেটাই আমার গর্ব,
ঐ পেশার জন্য শুরু হয়েছে আমার জীবন পর্ব।
বাবার পেশা যতই উন্নত তাতে কি আসে যায়?
নিম্ন পেশার হলেও আবার কি এমন বাঁধা রয়?
নাক ছিটকে হতাশ হওয়ার নাই কোন কারণ,
শির্ষে যেতে পেশা কখনো করেনি তো বারণ।
বাবার পেশা হলেও ছোট যায়না আমার মান,
আমাকে আমার হতে ঐ পেশারই পূর্ণ অবদান।
ভালোবাসি বাবার পেশা ভালোবাসি তার ঘাম,
ঐ ঘামের সুগন্ধি ছাড়িয়েছে আমার যত নাম।
সম্মানিত করতে বাবা অক্লান্ত পরিশ্রম সয়,
পেশা নিয়ে কখনো আমার হয় না সংশয়।
বাবার পেশা নিয়ে যে লজ্জিত হয় মনে মনে,
সু-সন্তান বলি না তারে অকৃতজ্ঞ সে জনে।


১/৩/২৩