=================
বৃষ্টির সময় ডাকতে শুনি
ডাকছে শোন ওই,
ঘ্যাংয়োর ঘ্যাংয়োর ব্যাঙ ডাকছে
ব্যাঙের বাড়ি কই।
কোথায় থাকে, কোথায় খায়
কোথায় তাদের ঠিকানা?
বৃষ্টি এলে ডাকতে শুনি
এছাড়া তো শুনি না।


পাইলে খুঁজে ব্যাঙের বাড়ি
হাতে নিয়ে ভাতের হাঁড়ি,
একদিন গিয়ে খাওয়াই আসতাম
করতাম আর দেড়ি।
ব্যাঙের বিয়ার কার্ড নিয়ে
দাওয়াত দিতাম নিজে গিয়ে,
ব্যান্ড পার্টিও খবর দিতাম
আসতো সানাই নিয়ে।


এক ব্যাঙ কয় অন্যটারে
এ ব্যাঙ তোর বিয়ে?
দেখছিলাম তো আসছে অনেক
সানাই বাঁশি নিয়ে।
খুশি হয়ে প্রশ্ন করে
বৃষ্টিতে ভেজা গায়ে,
প্রশ্ন করে একে অন্যরে
উত্তর নাহি পায়।
কে কয়? ও কয়, কে কয়? ও কয়,
কে কয়? ও কয়, কে কয়? ও কয়।
==================
১৮/০৪/২০
আমতলী, বরগুনা।