========================
জীবনটা একটা ঘুর্নায়মান বলের মত
প্রতিনিয়ত ঘুরছে আর ঘুরছে,
এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক
উঠছে আর যেন পড়ছে।
এই ঘোরাঘুরির মাঝে আমরা
অর্জন করি কিছু,
অদৃশ্য অনুভুতি যা এক অভিজ্ঞতা
আসে পিছু পিছু।
শিখেছি আমি ঝঞ্ঝা অরণ্য থেকে
প্রকৃতির এই দৃষ্টিতে,
চলা, বলা আর কথামালায় মাঝে
আরও কত সৃষ্টি থেকে।
জীবনে আসে কতো সফলতা,
আসে কতো ব্যর্থতা,
পেলে আঘাত প্রতিঘাত তখন
বাড়ে শুধু অভিজ্ঞতা।
সব কিছু মিলে তৈরি হয় জীবনে
নতুনের এক অধ্যায়,
যেখানে আমরা শিখে থাকি কতো
পেয়ে থাকি কত জয়।


যার জীবনে আসেনি কোন ব্যর্থতা
নাই কোন আঘাত,
তার জীবন নয়তো যথার্থ এমন
আসেনি যার প্রতিঘাত।
জীবনে অনেক কিছু হারিয়েছে যার
সে পেয়েছে বড় দিক্ষা,
পুঁথিগত বিদ্যায় হয়না কখনো কারো
জীবনে পুরোপুরি শিক্ষা।
যে জীবনে অনেক কিছু পেয়ে থাকে
আবার হারায় অনেক কিছু,
সেই জীবন পায় পরিপূর্ণতা আর
অভিজ্ঞতা অর্জন হয় কিছু।
ব্যর্থতা থেকে অর্জন হয় যদি কারো
সফলতা রাশি রাশি,
সফলতার চেয়ে ব্যর্থতাই ভালো
অভিজ্ঞতা অনেক বেশি।
===================
২৩/০৪/২০
আমতলী, বরগুনা।