===============
যদি সুষ্ঠ সুন্দর পৃথিবী চাই
অহং, হিংস্যা শূন্য,
গুনক হলে "বি পজেটিভ "
শূন্য হবে পূর্ণ্য।
নেগেটিভ এর ধোঁকায় পরলে
ধ্বংস ধরো নিশ্চিত,
ঈর্ষা, নিন্দা, রেষারেষি ছেড়ে
ভালো হওয়া উচিত।


চিন্তা ভাবনা আর কথা কাজে
সবাই হলে পজেটিভ,
একজনের সাথে অন্যদের সম্পর্ক
থাকবে অনেক ডীপ।
সবাই যদি হয় প্রদীপের মত
নিজেকে দেয় বিলিয়ে,
অন্যরা সবাই আলোকিত হবে
মনের দ্বীপ জ্বালিয়ে।


"বি পজেটিভ " স্লোগান দিয়ে
এগিয়ে গেলে সবে,
দেশ ও জাতি এগিয়ে যাবে
পিছু নাহি রবে।
বি পজেটিভ হও পজেটিভ
এগিয়ে এসো নবীন,
পিছনে থেকে প্রেষনা দানে
সরে যাবে না প্রবীণ।


সবার দূঃখে সবাই যখন
একই সাথে কাঁদবে,
সবার সুখেও একত্রে সবে
হাসি মুখে থাকবে।
থাকবে না আর ভেদাভেদ
কারো মনে ঈর্ষা,
হিংসা, নিন্দা, অহংকার ধুয়ে
হবে সবে ফর্সা।
===============
২৬/০৪/২০
আমতলী, বরগুনা।