কয়েকদিন ধরে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যা করার কারনে ঠিক মত কবিতা পড়তে পাড়ি না, কারো পাতায় ভালো কমেন্ট করতে পাড়ি না। সব মিলিয়ে আমাকে পেইন দিতেছে। মন খারাপ লাগে। মন খারাপকে কেন্দ্র করে বিদ্যুৎ নিয়ে আজ কবিতা লেখা।


*****************
তুমি ছাড়া সব অচল,
তুমি ছাড়া চলে না কল,
তুমি ছাড়া হয়ে যাই একা,
সবই হয়ে যায় ছল।
তুমি না থাকলে মোর পাশে
সবই যেন হয়ে যায় পর,
ফেজবুক,  ম্যাসেঞ্জার, ইউটিউব
কেউ কথা রাখে না আর।


তুমি না থাকলে থাকে না নেট,
থাকে না কোন চ্যাটিংমেড,
তুমি চলে গেলে বন্ধ সবই
আটকে থাকে সব গেট।
তোমাকে খুব দরকার,
তুমি ছাড়া অন্ধকার ঘর,
তোমাকে নিয়ে সদা স্বপ্ন দেখে
জনগন ও সরকার।


ভালোবাসার আরেক নাম তুমি,
তুমি ছাড়া সব সমতল ভূমি,
তুমি না থাকলে সবার পাশে
হয়ে যাবে সব মরুভূমি।
তুমি সুস্থ রাখো মোর প্রান,
সতেজ রাখো খাদ্যের ঘ্রান,
তুমি ছাড়া যেন ধরনীর বুক
নরক যন্ত্রণার প্ল্যান।


তোমাকে মিস করি ক্ষনে ক্ষনে
নইলে যেতাম বনে,
তুমি হলে আধুনিক শক্তি,
বিদ্যুৎ হিসেবে চেনে।
তুমি আলোক তুমি ঝলমল
তুমি মসৃণ তুমি বিমল,
তুমি প্রেম তুমি ভালোবাসা
আধুনিক প্রানের জল।


*******************
আমতলী, বরগুনা।
১৩/০৬/২০