**************************


বিয়ের আগে বিয়ে কর পিতার ঘরে বসে,
কল্পনাতে হারিয়ে যাও অভিজ্ঞতার আশে।
বিবাহিতাকে গবেষনা কর কেমনে তাদের সুখ,
ঝগড়া বিবাদ বাঁধে কেন?কেন এতো দুখ।
তালিকা কর সুখের সংসার, দুঃখ কষ্টের ঘর,
হাসি খুশি আছেন কারা তাদের নেও খবর।
মিশে যাও তাদের সাথে জানো তাদের কথা,
বাস্তব দেখো নিজে শেখো নয় তো অযথা।


ভালোবাসা কিভাবে হয় কেমনে হলো প্রেম,
কেমনে তারা সুখি হলো কেমন তাদের গেম।
বোঝাপড়া কাকে বলে কিভাবে বুঝতে হয়,
অনাটনের সংসারে তারা কেমনে সুখী রয়?
অভিজ্ঞতা নাও বুঝে নাও লাগবে তোমার পরে,
তোমার জন্য অপেক্ষা করে সুখী হতে সংসারে।
ভালো থাকতে ভালো রাখতে শিখতে হবে সবার,
বিয়ের আগে পিতার ঘরে শিখে নাও একবার।


আচরণ শিখো আদব শিখো, শিখো ভালো কথা,
চলতে শিখো বলতে শিখো যাবে না অযথা।
ধর্ম শিখো আর কর্ম শিখো, শিখো ভালোবাসা,
সকল কিছু বাস্তব শিখলে সংসার সুখের বাসা।
সুখ দুঃখের পার্থক্য করো ভেবে নেও একবার,
ভালো মন্দের বিচার করো হবে কিন্তু দরকার।
নিজের মত গড়তে জীবন শিখে নিতে হবে,
সহজ-সরল জীবন-যাপন সুখী করে তবে।
***************************
০৯/০৯/২০
আমতলী, বরগুনা।