কবিতার আসরে অবিবাহিত কবিদের কবিতাটি উৎসর্গ করলাম। যারা বেকার তারা এবং খরচ কমাতে চান তারা এই অফার কাজে লাগাতে পারেন। এ অফার সিমিত সময়ের জন্য, করোনা শেষ হলে অফার শেষ।


======≠======≠========


করোনার ভয়ে কোন লোক সমাগম নয়,
ছড়ায়ে যেতে পারে আবার মনেতে ভয়।
দূরে দূরে সরে থাকে,
অথবা কেউ ঘরে থাকে,
প্রয়োজন ছাড়া কেহ বাহিরে নাহি যায়।


কবে করোনা যাবে মনে মনে এটা ভাবে,
যুবক যুবতীদের বিয়ে কিভাবে যে হবে!
বুদ্ধি সবে করে নিলো,
বিয়ের খবর নাহি দিলো,
ঘটকের সাথে জামাই শশুর বাড়ি গেলো।


বিয়েতে চলে অফার বাবা-মায়ে মারে বাফার,
আত্মীয়-স্বজন দাওয়াত দেয়না করোনার ডর;
জামাই আসে করোনা ছাড়া,
বউয়ের বাড়িও মুক্ত করা,
তাহলে কি করোনায় ভরা আত্মীয়-স্বজনের ঘর?


করোনা আসার ফলে বিয়েতে বিশাল অফার চলে
অল্প খরচে বিয়ে হয়ে যায় বুদ্ধির ছলে-কলে।
খরচ হয় না বেশি,
গোপনে জবাই খাঁসি,
বেশি খরচ হয় না বলে বাবা-মা হয় খুশি।


যারা আছে বিয়ের বাকি এখনই সময় নাকি!
করোনায় বিয়ে না করিলে যাইতে হবে ফাঁকি।
এখন তো অফার চলে,
খরচ এককারে নাহি বলে,
চুপিচুপি গেলেই হলো কেউ জানতে চাইবে নাকি!!


========================


২৭/০৫/২০
আমতলী,বরগুনা।