কবি নাহিদ ইসলামের "চুরির ধান্দা " কবিতায় অনুপ্রেনিত হয়ে লেখা। তাকেই উৎসর্গ করলাম।

*****************
এ সমাজে সাধু ক'জন?
বেশির ভাগই চোর,
সাধু সেজেও বড় দাদু
কাটছে কত দোর।
কেউ করে ভাই দিনে চুরি
কেউ বা করে রাতে,
কেউ করে যায় কাগজ-কলমে
দোষ নেই কিন্তু তাতে।


কেউ করে ভাই পুকুর চুরি
ব-ড় ব-ড় দান,
তারাই আবার সমাজের কাছে
ধরছে সাধুর ভান।
উপরি কামাই নয়তো চুরি
বেতনে কি আর হয়?
টেবিলের তলে দিচ্ছে কত!
তাতে কি চুরি হয়?


বহুরূপের চোর আছে ভাই
বললে যাবে মাথা,
রাতের চোরকে শাসন করতে
দিনের চোরের যাতা।
কেউ করে চুরি ভাতের জন্য
কেউ গড়তে চায় বাড়ি,
কারো আবার চুরির জন্যই
খেতে হয় কত ঝাড়ি।


হিসাবকারীর কৌশলে চুরি
কোথাও রাখে না ফাঁক,
ধরলে বলে শরীর ভালো না
কেউ তো মারে হাঁক।
বালিশ চুরি আর পর্দা চুরি
কে বলে ভাই চোর?
এগুলো হলো উপরি কামাই
ক্ষমতার আছে জোর।


******************
২৯/০৭/২০
আমতলী, বরগুনা।