হতাম যদি ফেরী নয়তো কোন গাড়ি
নিত্য দিতাম পাড়ি,
বুকে চেপে নিতাম সবায়
সবার বাড়ি বাড়ি।
ধর্ম-বর্ণ ভাবতাম না আর
কে বা নারী-পুরুষ,
কে কালো আর কে বা ফর্সা
কে চন্দ্র কে সুরুজ ?


সবাই থাকতো সমান
সবার একই দাম,
সীটে আয়েশ করতো বসে
হোক যাই তাহার নাম।
সেবা দিতাম নিজের মত
করতো যতই ক্ষত,
চুপ থাকিয়া পুশে নিতাম
লাগতো ব্যাথা যত।


মানব সেবায় বিলিন হতাম
করতাম জীবন দান,
হিংসা বিদ্বেষ ভুলে থাকতাম
পিষিয়ে দিতাম মান।
উঁচু নিচু সব ভেদাভেদ
থাকতাম সবই ভুলে,
বহন করতাম বৃদ্ধ যুবক
আপন মনটি খুলে।


হাজার মনের ব্যাথা বহন
করতাম আমার বুকে,
শুনতাম সবার দুখের কথা
বলতাম না নিজ মুখে।
হাজার কথার স্বাক্ষী হতাম
মিটাইতাম বিবাদ,
সবই সমান আমার কাছে
দিবা কিংবা রাত।


কেউ দুলাতো চরণ দুখান
আপন মনের সুখে,
কেউ হেলিয়ে দিয়ে গর্দান
বিরহের গান মুখে।
উপকারে আসতাম সবার
চাইতাম নাকো ক্ষতি,
বহন করতাম কারো পুত্র
আবার কারো পতি।


১১/০৬/২৩