=================


ছি! ছি! তোমার চোখ ভালো না
নজরে রাখো সব,
তোমার চোখের সামনে এলেই
থাকেনা কারো ভাব,
তোমার চোখে দেখে ফেলো সব
হোক ভালো মন্দ,
পারে না কেউ গোপন রাখতে
করলেও কোন দ্বন্দ্ব।


ছি! ছি! তোমার মন ভালো না
ভালো না তোমার স্মৃতি,
সব কিছুই তুমি মনে রেখে দাও
করো সাথে নাই পিরিতি।
পরোয়া করো না জর্জ ব্যারিষ্টার
হতে পারে সে প্রশাসন,
সবার কথাই ফাঁস করে দাও যে
থাকছে না কিছুই গোপন।


ছি! ছি! তোমার চরিত্র খারাপ
খারাপ কিছুই ছাড়ো না,
সবাই থাকে আতংক তোমার
কোন কিছু মানো না।
স্মরণে রেখে দাও সব কিছু আর
জানিয়ে দাও সব গোপন,
তোমার জন্য করতে পারেনা কেউ
নিজে নিজেকে আত্মগোপন।


চোর, বাটপার আর চরীত্রহীন লোক
তোমার কাছে সবে ধরা,
স্মৃতিতে রাখতে পারো সর্বক্ষণ  
হোক বৃষ্টি, বাদল, খড়া।
ঘুম নিন্দ্রা নাই কখনো তোমার
দিনে কিংবা রাতে,
প্রমানক তুমি চাইলে দিতে পারো
প্রয়োজনেই হাতে।


তোমার কাছে নাই আপন আর পর
রেকর্ড করে রাখো সব,
তোমার কাছে কেউ পায় না রেহাই
হোক সে যত বড় সা'ব।
ঘুষ দিয়ে কেউ বশ করতে পারেনা
অস্ত্রকে পাওনা তুমি ভয়,
সততার সাথে তুমি কাজ করে যাও
স্মরণে রাখো যা হয়।


===================
১২/০৫/২০
আমতলী,  বরগুনা।