==============
চাঁদের বাড়ি যাবো আমি
সাইকেল করছি ভাড়া,
সূর্য মামা যাবে বলে
বললো আমায় দাঁড়া।
দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো
নাইকো তার খোঁজ,
চাঁদ আমাকে নিমন্ত্রণ করছে
রাতে হবে ভোজ।


সূর্য মামা সূর্য মামা
কোথায় তুমি গেলে?
এখনো তুমি আসোনা কেন?
যাবো খাওয়া হলে?
ধুত তুরি ছাই খুঁজে না পাই
পাই না তোমার খোঁজ,
আসলে তুমি থাকো কোথায়?
রাত হলে রোজ।


সূর্য মামা ফাঁকি দিয়ে
সন্ধ্যা হলে যায়,
আগেও কতো খুঁজেছিলাম
কেউ খুঁজে না পায়।
সকাল হলে চোখটি মেলে
লাল করিয়ে আসে,
শিশিরগুলো শুকায় এসে
যা থাকে মোর ঘাসে।


তোমায় নিয়ে চাঁদের বাড়ি
যেতে না আর পারি,
নিমন্ত্রণ আর করবে না সে
এবার দিলো আড়ি।
এবার বলো কবে যাবে?
তারাগুলো সাথে রবে,
ওরাও নাকি মোদের সাথে
নিমন্ত্রণে যাবে।
===============
২১/০৪/২০
আমতলী, বরগুনা।