*****************
গভীর রাতে ঘুম ভেঙে যায়
ডাক শুনে ভাই চোর,
সব কিছু মোর নিয়ে যাচ্ছে
ভেঙে দিয়ে দোর।
কে আছো? কোথায় আছো?
দৌড়ে আসো ভাই,
সব কিছু মোর নিচ্ছে বুঝি
হয়তো কিছু নাই।


করছে সবাই দৌড়াদৌড়ি
কেউ করেছে হুড়াহুড়ি,
কোথায় গেলো? কই পালালো?
দেখনা সবাই ঘুরি।
এদিক খোঁজে ওদিক খোঁজে
পায় না চোরের খোঁজ,
সিং খুঁড়ে চোর করছে চুরি
করছে কত রোজ।


খোঁজা খুঁজি করছে সবাই
আছে বুঝি ঘরে,
ঘেরাও করে খুঁজছে সবাই
পারেনি যেতে সরে।
ডাকাডাকি আর হাঁকাহাঁকি
এদিক ওদিক চায়,
চোর তো দেখি শুয়ে আছে
উপরের মাচায়।


ধরার সাথেই যেন মারে কষে
এপাশ ওপাশ থেকে,
ওরে মা বলে চিৎকার করে
যায় যেন চোর বেঁকে।
এ তো দেখি পাশের বাড়ির
আজম মিয়ার ছেলে,
ভালো বংশের কূলের কালি
সবাই মুখে বলে।


বেশি আদরে চোর হলো আজ
ঢাকছে কত দোষ,
অভিযোগ দিলে ঝগড়া করতো
মা জননী রোজ।
মায়ের ভয়ে বলতো না কেউ
থাকতো সবাই তাকে,
পুলিশের হাতে আজ তুলে দিলো
ক্ষত দিয়ে আজ নাকে।
********************
২৬/০৮/২০
আমতলী, বরগুনা।