===================


কখন আমার ছুটি হবে
বাজবে কখন ঘন্টা,
হতাশ হয়ে চেয়ে আছি
বাড়ছে উৎকন্ঠা।
একদিন পরবে ছুটির ঘন্টা  
থাকবেনা এ শ্বাস,
একা পরে থাকবো আমি
হারিয়ে নিঃশ্বাস।


নিথর দেহে নির্বাক হয়ে
পরে থাকবো একা,
আর কখনো পাবো না জানি
প্রিয়জনদের দেখা।
দুনিয়া আমায় ছুটি দিবে
চিরদিনের তরে,
হাজার বছর কাটিয়ে দিবো
অন্ধকার ঐ ঘরে।


খালি হাতে চলে যাবো
পরপারের যাত্রী,
কেউ আমার হবে না সঙ্গী,
না হইবে কেউ পাত্রী।
আমল ও আখলাখের বোঝা যদি
থাকে আমার লগে,
তবে আমি পাইবো পাড়
থাকবো সবার আগে।


দুনিয়ার সব হবে মিছে
কিছু যাবে না সাথে,
খালি হাতে করবো গমন
হাশর, মিজানের পথে।
সম্পদ আমার থেকে যাবে
ধরনীর এ বুকে,
সবাই থাকবে মহা সুখে
না আসিবো মুখে।


===================
০৯/০৪/২০
আমতলী, বরগুনা।