সবাই পহেলা বৈশাখের শুভেচ্ছা নিবেন। শুভ হোক নববর্ষ। সাবধানে থাকবেন সুস্থ  থাকবেন। ভালো থাকবেন।
*******শুভ****নববর্ষ -১৪২৭ *******


==================


বৈশাখ এলো দাঁড়ে দাঁড়ে
পানতা ইলিশ সবার ঘরে,
আরও আছে ভর্তা কয়েক
দধি, মিষ্টি আর দুধের সরে।
বাঙালি জাতির বর্ষবরণ
হলুদ আর লাল রঙের মিলন,
আলপনাতে সাজবে ভুবন
আনন্দ সবার ঘরে।


বাহিরে বের হওয়া যাবে না
আত্মীয়-স্বজন আসতে মানা,
সমাগম তো প্রশ্নই আসেনা!
থাকবে নিজের ঘরে।
বৈশাখ এলো ক্রান্তিকালে
বসতে পারেনা একত্রে মিলে,
করোনার ভয় যেন সবার দিলে
থাকতে হবে সবার সরে।


রমনা বটমূল আর মঞ্চ করে
গান হবে না আজ সুরে,
মেলা বসবেনা কোন মাঠে ঘাটে
বাজবে না বাঁশি দূরে।
সাবধান হই সাবধানে থাকি
সুস্থ থাকি ঘরে,
সুস্থ থাকলে নববর্ষের আনন্দ
আসবে আবার পরে।


আজ সূর্য উঠলো পুব-আকাশে
মলিনের ছোঁয়া সাথে,
আলোকিত করলো ধরনীর তল
আনন্দ নাই তার হাতে।
আড়মোড়া দিয়ে পাখিরা জেগেছে
সুখ নেই যেন মনে,
সবার মধ্যে যেন হতাশার ছোঁয়া
করোনার আক্রমণে।


আবার আসবে পহেলা বৈশাখ
মেলাও হবে সাথে,
জারি, সারি ও পালাগান হবে
গরুর লড়াই মাঠে।
নাগরদোলায় দুলবে সবাই
আনন্দ হবে ভাগ,
আবার বলবে "এসো হে বৈশাখ"
বাজবে আবার ঢাক।


======================


১লা বৈশাখ, ১৪২৭ খ্রীঃ
-------------------------------
১৪ এপ্রিল ২০২০
আমতলী, বরগুনা