কয়লা ধুলে ময়লা যায়না
ময়লা যেমন শিরায় রয়,
পরিষ্কার করা সম্ভব-ই না
সাবান, সোডা যাহাই দেয়।
জন্ম যাহার ময়লার মধ্যে
ময়লা বাদে কি বা রয়?
পরিষ্কার করা বির্থা চেষ্টা
শুধু শুধু সময় যায়।
পাথর ঘষলে বালি বাড়ে
লৌহ ঘষায় সাদা হয়,
কয়লার উপর ঘষলে থাকলে
ময়লা বিহীন কি বা পায়?


নষ্ট চরিত্রের মানুষ গুলো
কয়লার চেয়ে কম নয়,
চরিত্র এক অমূল্য সম্পদ
তাদের কাছে মূল্য নাই।
চুরি স্বভাব থাকলে কারো
চোখের নেশায় পরে যায়,
চুরি তাকে করতেই হবে
সে টি যতই তুচ্ছ হয়।
চরিত্রহীন লোকে যেমন
চরিত্র বেচে খায়,
চরিত্র তার পন্য সরূপ
অল্প দামে বিক্রি হয়।


মনে যাহার নষ্ট চিন্তা
বিবেক বলতে কিছু নাই,
নষ্টামি তার দেহের কোষে
বাদ দেয়ারও উপায় নাই।
হালাল হারাম সবই সমান
কোন কিছুই মানে না,
হৃদয় তাহার কয়লার মত
ঈমানের ধোঁয়া চলে না।
ভালো কথা যতই শোনায়
আগের রূপে তাহার রূপ,
স্বভাবের সাথে বিবেক হারে
হৃদয় তাহার কয়লার রূপ।


০৯/০৩/২০২০