=====================
ধনীর সম্পদে আছে গরীবের রিজিক
আল্লাহর রয়েছে নির্দেশ,
ধনীদের সম্পাদের যাকাত ফেতরা তাই
গরীবের আয়ের বিশেষ।
যেখানে দেখতে পাই জয় জয় খেলা আর
থাকে উভয় লাভবান,
গরীবের ঘরে আসে দুমুঠো অন্য আর
ধনীদের বেঁচে যায় প্রান।


ধনীর দানে তাদের বালা কেটে যায় আর
গরীবের মুখে ফুটে হাসি,
গরীব লোকের ঘরে বছর শেষে আসে
নতুন পোশাকের খুশি।
গরীবের হক তাকে বুঝিয়ে দিতে হবে
পারলে দিতে হবে বেশি,
দান করলে তবে কমেনা সম্পদ কারো
বেড়ে হয় রাশি রাশি।


ধনীরা দিয়ে দাও গরীবের সম্পদের হার
ওটা যে গরীবের হক,
যদি কেউ না করে দান খয়রাতের তরে
গরীবকে দেয়া হবে ঠক।
তাদের পাওনাটুকু বুঝিয়ে দিতে হবে
নইলে হতে হবে ঋণী,
আত্মীয়দের মধ্যে গরীব হলে কেহ
আগেই পাবে দান তিনি।


কৃপণতা ছেড়ে তবে সমতা করতে হবে
হয়ে যাবে ফরজ আদায়,
কঞ্জুস হলে পরে বিপদ আসবে ঘরে
রবে না যে কোন উপায়।
এখনো সময় আছে সংশোধন হও শেষে
করে নাও পরিশোধন,
না মানলে প্রভুর হুকুম সম্পদ খাবে শকুন
হতে হবে নিজের বেদীন।
=====================
০৬/০৫/২০
আমতলী, বরগুনা।