জীবনের এই দেয়ালিকায়
লেখার ছড়াছড়ি,
সব লেখাই তো অগোছালো
পড়তে নাহি পারি।


লেখা হলো স্থায়ী কালির
মোছার উপায় নাই,
মুছার চেষ্টা করতে গেলে
দেয়ালিকা হবে ছাই।


নেই কোন ছন্দের মিল
বানানেও আছে ভুল,
মার্জিন হলো আঁকাবাকা
তাতে পাইনা কোন কূল।


সংশোধনের নাই অপশন
হতাশ থাকি সারাক্ষণ,
আবার কখন দেখতে হবে
দেওয়ালিকা ভ্রুনমূল।


এরপর থেকে ছন্দ মিলাবো
বানান ভুল ও খুঁজে নিবো হায়!
যতটুকু আছে জীবনের বাকি
লিখে নিবো এই দেয়ালিকায়।


১৪/০৩/২০ খ্রীঃ