***********************


আবেগের বসত ধর্মের দোহাই দিয়ে
জিহাদের নামে করে খুন,
ইবাদতে পাকা তবে ইমান হয়তো ফাঁকা
খাবারে দেয়না যেমন নুন।
ধর্মান্ধতা তাদের ছোবল মেরেছে  বুঝি
মানবতা নেই তাদের মনে,
মনুষ্যত্বহীন পশুর আচরণ তাদের
হিংস্রতা বাড়ে ক্ষনে ক্ষনে।


মানুষ হত্যা করা কোন ধর্মে আছে?
নমনীয়তা নাই যার শিরে,
মানুষ হয়ে যদি মানুষকে খুন করে
বিবেক বুদ্ধি যায় মরে।
ধর্মান্ধ লোক তুমি ধর্ম নাহি জানো
হৃদয়টা হয়েছে পাথর,
সকল ধর্ম ছেড়ে মানব ধর্ম করো
মানবতায় দাও জোর।


পৈশাচিকতা ছেড়ে সহজ পথে এসো
মানবের তরে মানবতা,
মানবের দ্বারা কভু হইলে ক্ষতি মানবের
কেমন ধর্মের গভীরতা।
এখনো সময় আছে বেড়িয়ে আসতে পারো
বিবেককে করো জাগ্রত,
ধর্মের নাম ধরে মানুষকে ভালোবেসে
ইবাদত করো শ্বাসত।


ধর্মান্ধ লোকে ভরে আছে দুনিয়াতে
বোঝেনা ধর্মের সার,
ক্রোধে, গর্জনে হাতে ধর্মের হাতিয়ার
মানবকে করছে উজাড়।
ধর্ম নিয়ে তোমরা বারাবাড়ি করোনা
স্বীয় ধর্মে হও নতজানু,
মহামানব হযরত মুহাম্মদ (স) এর বানী
মানলেই হবে তুমি মানু'।


ঐসব ধর্ম বলো কে বা মানতে চায়
যে ধর্মে নাই আদর্শ,
ধর্ম প্রচারে নয় কোন গ্রেনেড হামলা  
রামদা, বল্লম আর বর্শ।
আদর্শ নাহি যার ধার্মিক কে বা বলে?
ধর্মের নামে হানাহানি,
ধর্মের নামে যে মানবতাকে করে খুন
তার ধর্ম নাহি মানি।


**********************
আমতলী, বরগুনা।
১০/০৫/২০