===============
সবাই আমার ফেসবুক ফ্রেন্ড
বাকি তেমন নাই,
আব্বু, আম্মু, কাকা, কাকি
আরও হলো ভাই।
মামা, মামি আর খালামনি
তারাও ফ্রেন্ড বটে,
শিক্ষাগুরু আর সহপাঠী
তারা বিদ্যাপিঠে।


ফেজবুকেতে মিলিত সবে
একই সুতায় গাঁথা,
এক পোষ্টে হাসে কেউ, আবার
কারো ধরে মাথা।
নাই ভেদাভেদ নাইকো গোপন
সবই থাকে জানা,
দেখে সবে বলার আগে
করার আগে মানা।


কে কারে ভালোবাসে আর
কার কবে বিয়ে,
কে কোথায় বসে কার সাথে
করেছিলো ইয়ে!
সবই ওপেন নাই তো গোপন
সবাই সবার ফ্রেন্ড,
পোষ্ট দেয়ার আগে বিবেচনা করার
নাই তো কারো ব্রেইন্ড।


ফেজবুক যখন এসে গেলো
শ্লিলতা গেলো হেরে,
লাইভে এসে গ্রেনেড মারে
পিতামাতার ঘাড়ে।
ফ্রি যখন পিতা-মাতা আর
আত্মীয়-স্বজন,
সবাই দেখে এড়িয়ে গেলেও
মনে রাখে স্মরণ।


ভাবছে ওটা ব্যাপার না কোন
আধুনিক পোলাপান,
ঝামেলা হলে টণক নড়ে
বন্ধুরা ফেঁসে যান।
সবাই যখন ফেজবুক ফ্রেন্ড
এড়ানোর কিছু নাই,
বাবা-মাসহ আত্মীয়-স্বজন
আরও আছে ভাই।
=============
২৫/০৪/২০
আমতলী, বরগুনা