===============


সুযোগের অভাবে কত লোক
হয়ে আছে সৎ,
সুযোগ পেলে হয়তো তারা
করে দিতো সাফ।
শয়তান চারিদিকে ঘুরে
টহলে পরে আছে,
সুযোগ করায়ে দিতে পারলে
তবে শয়তান বাঁচে।


ফাঁকি দিতে সর্বদা রাজি
পুত্র কিংবা বা'জী,
সুযোগ পেলে ছাড়তো না কেউ
অসৎ কারসাজি।
মুখে বলে আমি সৎ সৎ
আসলে মনেতে বদ,
হিসাব-নিকাশ পাকা হলে
পায় না কেউ খাত।


মোল্লা, মুন্সী যত আছে
ফাঁক সকলে খোঁজে,
সুযোগ পাবে কেমনে তারা?
খাটে তারা রোজে।
নামাজে সূরা কারো খাটো
কেউ দেয় বড় সুর,
সভাপতি জামাতে থাকলে
সূরা হয় মধুর।


ফাঁকিবাজি আর  কারসাজি
করতে সবে চায়,
সুযোগের অভাবে কেহ আবার
সৎ হয়ে রয়।
রান্নাতে দেয় রাধুনি ফাঁকি
রাখাল দেয় মাঠে,
স্ত্রীর কাছে স্বামীর দেয় ফাঁকি
দোকানী দেয় হাটে।


গোয়ালার দুধে পানির ফাঁকি
তাঁতের ফাঁকি সুতায়,
চালের মধ্যে খুঁদের ফাঁকি
চামড়ার ফাঁকি জুতায়।
রাগব বোয়াল ফাঁকি দিলে
পুকুর চুরি হয়,
কর্মচারি যতই ফাঁকি দেয়
সামান্য কিছু পায়।


মাষ্টার মশাইর ফাঁকির বশে
আজকের পড়া কাল,
হিসাবরক্ষক ফাঁকি দিলে হয়
হিসেবে গোলমাল।
জনপ্রতিনিধি ফাঁকি দেয় কত
গরীবের ত্রাণের চালে,
সরকার যদি ফাঁকি দেয় তবে
দেশ যায় রসাতলে।
=================
২৬/০৪/২০
আমতলী, বরগুনা