=================
হয়েছি আমি যে দিন থেকে কবি
হারিয়েছি হয়তো সবই,
কতো প্রেম আর কতো ভালোবাসা
সব হয়ে গেছে ছবি।
আমার সময় আমি দিয়েছি যখন
কবিতার লাইনের ছন্দে,
আমার প্রেম হারিয়ে গেলো তখন
সময়ের অভাবে দ্বন্দে।
আত্মীয়-স্বজন এখন অভিমান করে
খোঁজ নেয় না আমার,
আমি কেন খোঁজ নেই না তাদের
হয়েছে নাকি অহংকার?


আমি কবি হয়ে হারিয়েছি সব
কবিতাকে পুষে রেখে,
আমি ভাবনার মাঝে থাকি সদা
কাগজে কলমে লিখে।
আমার ভালোবাসা কবিতার মাঝে
অন্যদের দিতে ব্যর্থ,
আমাকে যারা ভালোবাসে অনেক
তারাও এখন তিক্ত।
আমি বোঁকা সোঁকা হয়ে বসে থাকি
সর্বদা মুখে ভাষাহীন,
আমার মনে ঘোরে শুধু কবিতার ছন্দ
রূপকের সাথে মিল।


আমি কবি ভালোবাসার কথা লিখে
প্রেমের মাঝে হারাই,
আমি প্রকাশ করি কবিতার মাঝে
ভক্তদের মনে লুকাই।
আমার ভালোবাসা অপ্রকাশিত রয়ে
ছন্দের মাঝে তার গন্ধ,
প্রকাশিত ভালোবাসার আশায় আবার
করিবেন না কেউ দ্বন্দ্ব।
আমার সব কিছু আছে হারাইনি তব
আছে আমার মনে,
আমার সময় দেই ভাবনার মাঝে তাই
কথা হয় না কারো সনে।
=====================
০৪/০৫/২০
আমতলী, বরগুনা