************************


চালুনি বলে সুঁইকে ডেকে
তোমার তলায় ফুটো,
লজ্জা লাগে তোমায় দেখে
আবার তুমি খাটো।
নিজের তলায় ফুটোর ছড়া
ভাবছে না একবার,
সুঁইয়ের ফুটোয় লজ্জা পেয়ে
বলছে বারংবার।


চালুনির এ সব কথা শুনে
সুঁই তো হেসে মরে,
নিজের তলার খবর নেয় না
অন্যের দোষ ধরে।
পরের দোষ খুঁজতে গিয়ে
আপন দোষ প্রকাশ,
অন্যকে ছোট করতে গিয়ে
নিজের সম্মান শেষ।


হীনমন্যতা আছে যাদের
এমন কর্মই করে,
আত্মসম্মান নাই নিজের
পরকে নিয়ে লড়ে।
অন্যকে ছোট করতে গিয়ে
নিজের পতন ঘটে,
জ্ঞানহীন লোক সাধু সেজে
লজ্জিত হয় হাটে।


পরকে বড় করতে পারলে
শান্তি আসে মনে,
স্বার্থহীন হৃদয়ে অমর মানব
ভূষিত হয় সম্মানে,
বলতে পারলেই সব বলে না
লাগাম রাখে মুখে,
ছুটে চলে সদা পরের জন্য
থাকলে কেহ দুঃখে।


**************************
২৪/১০/২০
আমতলী, বরগুনা।