********************


কবিতার প্রেমে কবিতা হারিয়েছি,
নাহি পারি কিছু লিখতে,
অসহ্য যন্ত্রণায় ভরিয়ে আছে বুক,
ধৈর্য্য কি? পেরেছি শিখতে।
আমি কবি নই তবুও
কবিতায় ডুবে রই,
আমি আনন্দে মেতে উঠে
করি হইচই।


আমার নেই কোন রূপ যৌবন
ছিলো ভালোবাসা,
আমি কবিতার মাঝে হারায়ে সব
শুধু পেয়েছি  হতাশা।
তবুও আমি আছি তো ভালো
সবই যদিও হারালো,
তার প্রেমে শিখেছিলাম আমি
দেখেছিলাম আলো।


আমি সদা সর্বদা খুঁজে বেড়াই  
যদিও তারে নাহি পাই,
কল্পনার মাঝে হারিয়ে থাকি
তবুও আমি খুঁজে বেড়াই।
অপেক্ষা করি আর কল্পনায় গড়ি
জল্পনা করি মনে মনে,
ছন্দ পেলেই আমি কবিতা লিখি
লিখতে থাকি তার স্মরণে।


কি এমন ভালোবাসার খেলা!
কেনই বা এতো প্রেম,
বিনা সুতায় বাঁধিয়া রেখেছে
ভালোই লাগে গেম।
ছুটে যেতে চাই তবুও নাহি পারি
জয় চাইতেও যাই শুধু হারি,
কি এমন স্বপ্ন দেখেছিলাম কেন?
কবিতার প্রেমেতে মরি।


*********************
৬/০৮/২০
আমতলী, বরগুনা