=================
আমি এর পরে যদি জন্মি এ ভবে
ঈশ্বরকে আমার আবেদন,
আমাকে তুমি মানুষ রূপে নয়
কলম রূপে করিও আগমন।
সততা, সত্য, মহৎ দৃষ্টান্ত লিখবো
এটাই আমার শেষ আশা,
মানবের মাঝে না জন্মেও আমার
শেষ হবে না ভালোবাসা।


হিংসা, বিদ্বেষ আর দাম্ভিকতা
কিছুই ছুঁতে পারবেনা মোরে,
নির্ভেজাল আর নিঃস্বার্থে আমি
লেখা শুরু করবো এক ভোরে।
সারাদিন লিখে যাবো থামবো না আর
কিন্তু থেমে যাবো দূর্নীতির ঘোরে,
আমার লিখনীতে থাকবে না নির্বিচার
তাই সবাই থাকবে আমার ডরে।


সৎ, সাহসী আর বিদ্রোহীর মত
চলবো আমি নিঃসঙ্গ,
আমার সততায় আমি সতী থাকবো
করবোনা আইন কখনো ভঙ্গ।
ন্যায়ের লাইনে থেকে ন্যায্য কথা লিখে
অন্যায়কে করবো প্রতিবাদ,
আমার কথা আমি বলে যাবো সতত
ভয় করবো না কোন আঘাত।


দরিদ্র, অসহায়, নিপিড়ীতদের পক্ষে
বলে যাবো আমার সত্য,
আমি লিখে যাবো সুশাসনের লক্ষ্যে
দিয়ে যাবো কত তত্ত্ব।
অন্যায়ের প্রতিবাদ কেউ করেনা এখন
স্বার্থ নিয়ে সবে বিভোর,
আমি বলিবো শুধু ন্যায়ের পক্ষে কথা
কালিতে থাকিবে আমার জোর।
====================
৩০/০৪/২০
আমতলী, বরগুনা